মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

হামজা চৌধুরীর নতুন মাইলফলক

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা ক্রীড়া ডেস্ক : বাংলাদেশি ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। এবার মাঠের বাইরের এক অনন্য রেকর্ডে নিজের নাম লেখালেন তিনি। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন (১০ লাখ) অনুসারীর মাইলফলক স্পর্শ করে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে এই অর্জন করেছেন হামজা।

এই রেকর্ড গড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে আমার। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।”

এর আগে ফেসবুকে ১ মিলিয়ন অনুসারী ছুঁয়ে এই রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পরে তার পথ ধরে ওই মাইলফলকে পৌঁছান হামজাও। তবে ইনস্টাগ্রামে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে এই উচ্চতায় পৌঁছেছেন কেবল হামজা চৌধুরী।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি মাঠেও দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন এই মিডফিল্ডার। চলতি বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজার।
স্বদেশবিচিত্রা/এআর