শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

নিউজটি শেয়ার করুন

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত এবং হাসপাতালে নেয়ার নেয়ার পথে আরও একজন মারা গেছেন। এ ঘটনায় এ পর্যন্ত ৫ জন নিহত হলেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার চমুরদির বাবলাতলায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবউজ্জাজামান। তিনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে বাবলাতলা বাস স্ট্যান্ডে বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাস টেকেরহাটগামী একটি মাহিন্দ্রাকে ধাক্কা দিলে মাহেন্দ্রতে থাকা চার যাত্রী নিহত হয়। তারা সবাই পুরুষ।

নিহত পাঁচজনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের ছেলে মিজানুর রহমান (৪৫), মাদারীপুরের উপজেলার ভায়ারচর গ্রামের ইব্রাহিম সরদার (৭০) ও মনির সরদার (৪৫)।

আহতরা হলেন- ভাঙ্গার চৌকিঘাটা এলাকার আব্দুর রশিদ মুন্সির ছেলে গিয়াস উদ্দিন মুন্সী (৫৫), ফরিদপুরের ভাঙ্গার পুখরিয়া এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে খোকন মিয়া (৩০), ভাঙ্গার গোয়ালপাড়া এলাকার সুলতান মোল্লার ছেলে জামাল মোল্লা (৪৫), মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫) এবং ভাঙ্গার শিলাদর চর গ্রামের জমির উদ্দিন মোল্লার ছেলে শহীদ মোল্লা (৩৫)। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
স্বদেশ বিচিত্রা/এআর