স্বদেশবিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। এই চুক্তির আওতায় ভারতের পণ্যে শুল্কের হার ২০ শতাংশের নিচে নামতে পারে। খবর ব্লুমবার্গের
প্রতিবেদনে বলা হয়েছে, এসব আলোচনা গোপনে হচ্ছে। অন্তর্বর্তী চুক্তি হলে উভয় পক্ষ চলমান আলোচনা অব্যাহত রাখার সুযোগ পাবে।
বলা হচ্ছে, আলোচনা এমন পর্যায়ে আছে, যেখানে ভারত আশা করছে, গত সপ্তাহে ট্রাম্প যেভাবে ২২টি দেশকে চিঠি পাঠিয়ে শুল্কের হার জানিয়েছেন এবং ট্রুথ সোশ্যালে তা প্রকাশ করেছেন, ভারতের বেলায় তা হবে না।
২ এপ্রিল ট্রাম্প প্রথম যে পাল্টা শুল্ক ঘোষণা করেন, তখন ভারতের শুল্কহার নির্ধারণ করা হয় ২৬ শতাংশ। অন্তর্বর্তী চুক্তিতে তা ২০ শতাংশের নিচে নামলে ভারত সুবিধাজনক অবস্থানে থাকবে। শুল্কহার শেষমেশ ২০ শতাংশের নিচে নামলে তা ভারতের কূটনীতিকদের সফলতা হিসেবেই বিবেচিত হবে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।
এদিকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো ই-মেইলের জবাব দেয়নি। হোয়াইট হাউস ও মার্কিন বাণিজ্য দপ্তর থেকেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।
স্বদেশবিচিত্রা/এআর