স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : আগামী শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। হাতে আছে আর মাত্র পাঁচ দিন। রাজধানীর প্রেক্ষাপটে তিন থেকে চার দিন আগে কোরবানির পশুর হাট জমে উঠে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার থেকে বেচা-বিক্রি জমে উঠবে বলে প্রত্যাশা পাইকারদের। এদিকে, সারাদেশ থেকে প্রচুর পশুর সমাগম ঘটছে রাজধানীর বিভিন্ন হাটে। গত দুইদিন টানা বৃষ্টিতে গরুর গাড়ি কিছুটা কম ছিল রাজধানীমুখী। আজ দুপুরের পর থেকে এই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। দক্ষিণ ও উত্তর সিটির বেশকিছু হাট ঘুরে দেখা গেছে ধারাবাহিকভাবে ট্রাক থেকে গরু নামানো হচ্ছে।
রোববার দুপুরে রাজধানীর দনিয়া কলেজ মাঠ (শনিরআখড়া) হাট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশুবোঝাই ট্রাক নিয়ে এখানে আসছেন ব্যাপারীরা। কিছুটা জমে উঠতে শুরু করেছে পশু দেখা, দর-দাম করার দৃশ্য। অনেকে এখনই পছন্দসই পশু বেছে নিচ্ছেন। আবার কেউ এসেছেন দাম যাচাই করতে। এমনটাই জানালেন গরু কিনতে আসা ক্রেতারা।
শনিরআখড়া হাটে কোরবানির গরু কিনতে আসা পুরান ঢাকার ওয়ারীর হিমেল মাহবুব বলেন, কোরবানির এখনো বেশ কয়েকদিন রয়েছে। তাই এখনই গরু কিনছি না। বাজার ঘুরে দেখতে আসছি, যাচাই-বাছাই করতে। অন্যদিকে, সিরাজগঞ্জ থেকে এই হাটে আসা গরু বিক্রেতা জানান, আমি ৯০টি গরু এনেছি। ইতিমধ্যে তিনটি গরু বিক্রি হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে গত দুইদিন পশু নিয়ে হাটে থাকা-খাওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। তবে আজ সকাল থেকে ক্রেতারা ভিড় করছেন এবং দরদাম করছেন।
শনিরআখড়া হাটের ইজারাদার তারিকুল ইসলাম তারেক বলেন, মূলত ঈদের আগে শেষ তিন/চার দিন গরু বেচাকেনা বেশি হয়। সেই হিসেবে আগামীকাল সোমবার থেকে পুরোপুরিভাবে গরু বেচা কেনার আশা করছি আমরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আমাদের হাটে গরু নিয়ে এসেছেন। তারা আমাদের মেহমান। তাদের শখের পশু বিক্রির উদ্দেশ্য ঢাকায় নিয়ে এসেছেন, তাদের দেখভাল এবং নিরাপত্তার দায়িত্বও আমাদের। চেষ্টা করছি, সুন্দরভাবে হাটটি পরিচালনা করতে। যেহেতু মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে তাই প্রাধান্য দিচ্ছি পানি নিষ্কাশন ও কাদামুক্ত পরিবেশ রাখতে। এছাড়া পাইকারদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরার দিয়াবাড়ি পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে পর্যাপ্ত গরু রয়েছে। এছাড়া আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ট্রাকে করে গরু নিয়ে আসছেন। কিছু পশু বিক্রিও হয়েছে আজ। তবে এ হাটে ছোট আকৃতির গরুর দাম বেশি হাঁকা হচ্ছে বলে ক্রেতারা জানান।
ঢাকার বাইরে থেকে গরু নিয়ে আসা পাইকার রফিকুল আলম জানান, হাটে পর্যাপ্ত গরুর আমদানি হয়েছে। কালকে ক্রেতা কিছুটা ছিল, তবে আজকে ক্রেতার সংখ্যা অনেক বেড়েছে। আশা করছি আগামীকাল পুরোপুরি হাট জমে উঠবে।
স্বদেশ বিচিত্রা/এআর