শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযান: দুই প্রতিষ্ঠান কে ৪০ হাজার টাকা জরিমানা, ৩৮ কেজি ভেজাল ঘি জব্দ

নিউজটি শেয়ার করুন

 

মাহবুবুর রহমান মিয়াজী
 বিশেষ প্রতিনিধি, কুমিল্লা
মাহবুবুর রহমান মিয়াজী:বিশেষ প্রতিনিধি কুমিল্লা থেকেঃ
কুসিল্লার চৌদ্দগ্রামে জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকর করার জন্য বুধবার (২ জুলাই) সন্দ্ব্যায় চৌদ্দগ্রাম বাজার ও আশেপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এ সময় আদালতনপরিচালনায় সহায়তা করেন, কুমিল্লার বিএসটিআই সহকারী পরিচালক মো: মোস্তাক আহম্মেদ ও পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয়, ফিল্ড অফিসার ইকবাল আহমেদ, এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।
অভিযানকালে চৌদ্দগ্রাম বাজারের পরিচয় ট্রেডার্স এবং সাহা এন্ড সন্স দোকানে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ক্ষতিকর ঘি পাওয়া যায়। ঘি এর কৌটায় দোকানি নিজের ইচ্ছেমতো উৎপাদন এবং মেয়াদের তারিখ বসানো হয়েছে। ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা স্বত্তেও তারা অনুমোদনবিহীন ঘি বিক্রয় বন্ধ করেনি। এছাড়াও, পূর্বে উল্লেখিত দুইটি দোকানের গুদাম পরিদর্শন করে চালের বস্তায় পাটজাত মোড়ক ব্যবহার করার কথা বলা হলেও তারা সেই নির্দেশনা অমান্য করেছেন মর্মে অভিযানকালে পরিলক্ষিত হয়েছে।
অভিযানকালে চৌদ্দগ্রাম বাজারের কমার্শিয়াল সেন্টারের মজুমদার ইলেকট্রনিকস নামের দোকানে নকল বৈদ্যুতিক ক্যাবল বিক্রয় করা হচ্ছে মর্মে পরিলক্ষিত হয়। তিনি আসল ক্যাবলের দামে নকল ক্যাবলসমূহ বিক্রয় করছেন এবং ক্যাবলের সঠিকতার কোন কাগজপত্র অভিযানকালে প্রদর্শন করতে পারেনি।
উল্লেখিত অপরাধসমূহের জন্য পরিচয় ট্রেডার্স ও সাহা এন্ড সন্স কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মজুমদার ইলেকট্রনিক্স কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড তৎক্ষণাৎ অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়। অভিযানকালে ৩৮ কেজি ভেজাল ঘি জব্দ করে বিএসটিআই কে বিধি মোতাবেক ধ্বংস করার নির্দেশনা প্রদান করা হয়।