বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এপিএসসিএল নন-কনভার্টেবল বন্ডের কুপন রেট ঘোষণা

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা অর্থনীতি ডেস্ক : পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নন-কনভার্টেবল অ্যান্ড ফুল্লি রিডিমঅ্যাবল কুপন বিয়ারিং বন্ডের ট্রাস্টি কমিটি ষষ্ঠ বছরের প্রথম ৬ মাস বা অর্ধবার্ষিকী পর্যন্ত (৫ জানুয়ারি থেকে ৪ জুলাই ২০২৫) কুপন রেট ঘোষণা করেছে।

আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বছরে ১০৫০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।

বুধবার (৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার (৩ জুন) বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কুপন রেট ঘোষণা করলেও এই মুনাফাপ্রাপ্তিতে যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।

বুধবার এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।
স্বদেশবিচিত্রা/এআর