স্বদেশবিচিত্রা প্রতিবেদক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি। অবশেষে তার খোঁজ পাওয়া গেছে। তবে সে আর বেঁচে নেই। হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ-খবরের পর ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান মিলেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাইসা মনির চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, “রাইসার খোঁজ মিলেছে, কিন্তু সে আর বেঁচে নেই। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। পেট থেকে মাথা পর্যন্ত দগ্ধ ছিল। তবে তার বাবা শনাক্ত করতে পেরেছেন।”
তিনি আরো জানান, রাইসার মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার দাফন হবে।
এর আগে, বিকেলে ঢাকা সিএমএইস হাসপাতালে নিহত রাইসার মরদের শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে রাইসা মনি। শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকার একজন ব্যবসায়ী।
স্বদেশবিচিত্রা/এআর