স্বদেশবিচিত্রা ক্রীড়া ডেস্ক : আম্পায়ার সাথিরা জাকির জেসি সামনে কাটাবেন ব্যস্ত সময়। ক্রিকেট ছেড়ে আম্পায়ার হওয়া জেসি কিছুদিন পরই বাংলাদেশ-নেদারল্যান্ডস পুরুষ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এছাড়া নারীদের বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন বলে খবর শোনা যাচ্ছে। যা তার ক্যারিয়ারের জন্যও বিরাট খবর। এখন তিনি আছেন শ্রীলঙ্কার কলম্বোতে। আম্পায়ারিংয়ের ওপর আইসিসির ডেভেলপমেন্ট ওয়ার্কশপে যোগ দিতে আছেন দ্বীপরাষ্ট্রে।
শুধু জেসিই নন, তিনিসহ আরও ৬ আম্পায়ার যোগ দিয়েছেন শ্রীলঙ্কার কলম্বোতে। আজ ও আগামীকাল কলম্বোতে আইসিসির তত্ত্বাবধানে হবে এই ওয়ার্কশপ। আইসিসির প্যানেলে থাকা বাংলাদেশের ৭ আম্পায়ার এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। গত বছর আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার নারী আম্পায়ার সাথিরা জাকির, ডলি রানি, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা মিশু।
আর পুরুষদের মধ্যে আন্তর্জাতিক প্যানেলে আছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভির আহমেদ ও মাহবুব আলি খান সুমন। এই আট জনের মধ্যে সাতজন যোগ দেবেন আইসিসির ওয়ার্কশপে। জার্সিতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগের খেলা পরিচালনায় ব্যস্ত থাকায় এই ওয়ার্কশপ নেই আম্পায়ার গাজী সোহেল। ওয়ার্কশপ শেষ করে বুধবার দেশে ফেরার কথা রয়েছে জেসি-মুকুলদের। এরপর তারা চলে যাবেন সিলেটে, নেদারল্যান্ডস সিরিজের খেলা পরিচালনার জন্য।
স্বদেশবিচিত্রা/এ আর