মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অপারেটিং সিস্টেমে নতুন যেসব শঙ্কা

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রযুক্তি ডেস্ক : সারাবিশ্বে ডিজিটাল সিকিউরিটি ইস্যু নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। মাইক্রোসফটও বাদ পড়েনি এবারের সেই তালিকায়। নিরাপত্তার বিষয়ে আগেই সতর্ক করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। ইতোমধ্যে গ্রাহককে বিশেষ বার্তায় সতর্ক করেছে কয়েকটি নিরাপত্তা সংস্থা। মূলত ওয়েব ব্রাউজার আপডেট না হয়ে থাকলে এতে অনায়াসেই সাইবার হামলার ঝুঁকি রয়ে যায়।

ব্রাউজার মাইক্রোসফট এজের নিরাপত্তায় নতুন করে বেশ কিছু ত্রুটি দেখা দিয়েছে। আর এমন সুযোগের সদ্ব্যবহার করতে সাইবার চক্র সহজে পরিচালনা করতে পারে যে কোনো ধরনের হামলা। কয়েকটি দেশের গ্রাহকের ব্রাউজারে হামলার বিষয়ে এবার সতর্কবার্তা দিয়েছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)। সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষায় কয়েকটি পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সংস্থার দেওয়া নির্দেশনায় মাইক্রোসফট এজ গ্রাহককে দ্রুত ব্রাউজারটি আপডেট করতে বলা হয়। কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ছাড়াও কয়েকটি স্মার্ট ডিভাইসে সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ নেওয়ার পরামর্শ দিয়েছেন সিকিউরিটি বিশেষজ্ঞরা। জানা গেছে, মাইক্রোসফট এজ ওয়েব ব্রাউজারের ১২৯ সিরিজের সংস্করণের আগের কয়েকটি সংস্করণে নিরাপত্তাজনিত ত্রুটি শনাক্ত হয়েছে। নির্দেশনায় বলা হয়, মাইক্রোসফট এজ ব্রাউজারে ( ক্রোমিয়াম) কয়েকটি দুর্বলতা চিহ্নিত করা হয়।

দুর্বলতার ধরন এমনই যে অন্য দেশে বসেও কোনো ব্যক্তির ব্রাউজার থেকে ফাঁদ পেতে তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। এমন অবস্থায় ওই ব্রাউজার থেকে কোনো কিছু ডাউনলোড বা কপি করা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ।

অনেকের প্রশ্ন, ব্রাউজারে ঠিক কী ধরনের সাইবার হামলার সুযোগ রয়েছে। রিপোর্টে নিরাপত্তার বিষয়ে যথাযথ তথ্য দিয়েছে নিরাপত্তা সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে সাইবার চক্রের প্রথম ও প্রধান উদ্দেশ্য টার্গেট করা সাইটের ওয়েবসাইট পেজ অবিকল তৈরি করা। তারপর ওই সাইটের ব্রাউজার হিস্ট্রি থেকে লক্ষ্য করে টার্গেটকে প্রতারণার ফাঁদে জড়ানো।

যারা এতে ফেঁসে যাবেন, তাদেরই ধরাশায়ী করবে ওই বিশেষ হ্যাকার চক্র।

মূলত আর্থিক বিষয়ে তথ্য হাতিয়ে নেওয়াই এমন হামলার প্রধান লক্ষ্য। অনেক ক্ষেত্রে হামলার লক্ষ্য হয় ব্যক্তিগত বিশেষ মুহূর্তের ছবি, ভিডিওচিত্র বা চ্যাট হিস্ট্রি হ্যাক করা। অনেক ক্ষেত্রে ডার্ক সাইট থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে এমন কার্যসম্পাদন করা হয়। তাই ব্রাউজার হিস্ট্রি যতটা সম্ভব মুছে ফেলাই শ্রেয়।
স্বদেশবিচিত্রা/এআর