বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : নগরীতে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জন্মাষ্টমী উৎসব।

জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর জেএম সেন হলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু উৎসবের কর্মসূচি তুলে ধরে জানান, শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় নগরের আন্দরকিল্লা মোড়ে মহাশোভাযাত্রার উদ্বোধন হবে। শোভাযাত্রাটি টেরিবাজার, লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট, তিন পোল, বোস ব্রাদার্স, ডিসি হিল, চেরাগি পাহাড় হয়ে জেএম সেন হলে ফিরে আসবে। বেলা ২টায় জেএম সেন হলে যুব সম্মেলন এবং বিকেল ৩টায় মাতৃসম্মেলন অনুষ্ঠিত হবে। মাতৃসম্মেলনে প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিকেল ৫টায় ধর্ম সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া ১৫ আগস্ট রচনা প্রতিযোগিতা ও সনাতনী কনসার্ট, ১৭-১৮ আগস্ট ষোড়শপ্রহর মহানামযজ্ঞ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জন্মাষ্টমী উদযাপন পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, বিপ্লব দে, বিদ্যালাল শীল, উজ্জ্বল বরণ বিশ্বাস, জুয়েল চক্রবর্তী, এস প্রকাশ পাল ও দীপ্তি দাশ প্রমুখ।
স্বদেশবিচিত্রা/এআর