বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় অসহায় শামসুন্নাহারের পাশে মানবতার হাত বাড়াল বসুন্ধরা শুভসংঘ

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা সংগঠন সংবাদ ডেস্ক : দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে “দেশ ও মানুষের কল্যাণে” শ্লোগানকে ধারণ করে সমাজ ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানবিক সহায়তার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটির সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। “শুভ কাজে সবার পাশে”-এই মূলমন্ত্রে সংগঠনটি সারাদেশে নানা কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখা পৌর শহরের পশ্চিম নাগড়া এলাকার অসহায় শামসুন্নাহারের হাতে ১৫ দিনের খাদ্য সহায়তা তুলে দেয়। সহায়তা পেয়ে শামসুন্নাহার আনন্দ প্রকাশ করেন এবং বসুন্ধরা শুভসংঘের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

শামসুন্নাহার জীবনের নির্মম বাস্তবতায় একা হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এবং শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। একসময় এলাকাবাসীর সহযোগিতায় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করলেও বর্তমানে সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছেন। তার এই মানবিক দুর্দশার কথা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখা এগিয়ে আসে সহায়তার হাত নিয়ে। সহায়তার মধ্যে ছিল- ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা বুট, ১ প্যাকেট সেমাই, ১ কেজি মসুর ডাল, ১ বোতল সরিষার তেল, সাবানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহরিয়ার রহমান সাঈদ, কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম জুয়েল, সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম টনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাঈম হাসান, সদস্য পিয়াস, জয়, সুমন, মেহেদী হাসান হৃদয়, ফাহিম, সাইফ, রাব্বি, সলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে শামসুন্নাহার বলেন, “আমি ভেবেছিলাম আর কেউ হয়তো আমার দিকে হাত বাড়াবে না। কিন্তু বসুন্ধরা শুভসংঘ আমার পাশে দাঁড়িয়ে আমাকে নতুনভাবে বাঁচার শক্তি দিয়েছে। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমান জানান, “মানুষ মানুষের জন্য- এটাই আমাদের মূল লক্ষ্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সংগঠনের উপদেষ্টা শাহরিয়ার রহমান সাঈদ বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”

বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোগ এলাকাবাসীর মধ্যেও প্রশংসার জোয়ার তোলে। সবাই আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য সংগঠনও যেন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
স্বদেশবিচিত্রা/এআর