শুক্রবার, ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

লায়ন মোঃ গনি মিয়া বাবুল-এর কবিতা টেপিরবাড়ী

নিউজটি শেয়ার করুন

গাজীপুর জেলার শ্রীপুরে টেপিরবাড়ী গ্রাম
অফুরন্ত ভালবাসা শুভ কামনা অবিরাম,
মাটির ঘরে বসতি মাটির মত মন
স্নেহ মমতায় ভরপুর সকল মানুষ জন।

গাছের ছায়ায় শান্তি আনে সকল প্রাণে
মিটায় অভাব শান্ত স্বভাব জনে জনে,
দৃষ্টি নন্দন সুন্দর মনোরম আকর্ষণ
সবাই সবার আপন প্রিয়জন।

টেপিরবাড়ী গ্রামের সবাই একসাথে
চলবো আমরা মিলে মিশে,
সকল দ্বন্দ্ব দূরে ঠেলে
কেউ যাবো না সংঘাতে।

টেপিরবাড়ী গ্রামে জন্ম আমার
শৈশব স্মৃতি ফিরে আসে বারবার,
বাল্যবন্ধুদের আজ মনে পড়ে
সুখ-শান্তি প্রসারিত হোক ঘরে ঘরে।

পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)