স্বদেশবিচিত্রা প্রতিবেদক : গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর মিস্ত্রিপাড়া তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) গাইবান্ধা সদর উপজেলার তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উক্ত প্রতিযোগিতা আয়োজিত হয়।
এসময় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মোঃ নাজমুল হোসাইন।
বসুন্ধরা শুভসংঘ, গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা আয়োজনে দায়িত্ব পালন করেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি সামিউল বাসির, সহ-সভাপতি মোঃ আহাদ সৈকত, সাধারণ সম্পাদক মোঃ আশিদুল ইসলাম ও অর্থ সম্পাদক মোঃ হামিম চৌধুরীসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখা আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মোঃ জুলকার নাঈম জিসান, দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোঃ ওমর ফারুক ও তৃতীয় স্থান অর্জন করেছেন হাবিবুর রহমান হাবিব এবং হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মোঃ নুর হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোঃ বিপুল ও তৃতীয় স্থান অর্জন করেছেন মোঃ কাউছার।
কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতায় বিজয়ীদের পাশপাশি সকল অংশগ্রহণকারীদেরকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মোঃ নাজমুল হোসাইন বলেন, কোরআনের পাখিদের নিয়ে কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ এবং বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা আগামী দিনে বসুন্ধরা শুভসংঘের সকল শুভ কাজে পাশে থাকব, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, এ বছর প্রথমবারের মতো সংগঠনটি গাইবান্ধা সদর উপজেলার একটি মাদরাসায় কোরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করেছে। এ জন্য আমি গাইবান্ধাবাসীর পক্ষ থেকে বসুন্ধরা শুভসংঘের দায়িত্বশীলদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতায় তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্বদেশবিচিত্রা/এআর