বুধবার, ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে অবতরণের পরপরই এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : আবারো দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। মঙ্গলবার (২২ জুলাই) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরই আগুন ধরে যায় বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ)। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩১৫ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পরই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লাগে। তবে এ ঘটনায় যাত্রী ও বিমানের কর্মীরা নিরাপদ আছেন।

বিমানের যাত্রীরা যখন নামছিলেন, তখনই আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। আগুন ধরা পড়ার সঙ্গে সঙ্গে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এপিইউ বন্ধ করে দেয় এবং যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমে যান।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, অগ্নিকাণ্ডে এয়ারবাস এ৩২১ মডেলের উক্ত বিমানটিতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং তা তদন্ত না হওয়া পর্যন্ত গ্রাউন্ডেড রাখা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

গত সোমবারও এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এনডিটিভি জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সোমবার সকালে ভারতের কোচি থেকে মুম্বাইয়ে অবতরণ করছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। তবে প্রবল বৃষ্টির মাঝে অবতরণের সময় দুর্ঘটনাবশত রানওয়ে থেকে পিছলে যায় বিমানের চাকা। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে বিমানের তিনটি চাকা ফেটে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিমানের ইঞ্জিন।

একই দিন বিকেলে দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান উড্ডয়নের মুহূর্তে কারিগরি ত্রুটি ধরা পড়ে। বিমানটি রানওয়েতে ঘণ্টায় ১৫৫ কিমি বেগে চলছিল। টেকঅফ চলাকালেই কারিগরি সমস্যা ধরা পড়ায় পাইলটরা জরুরি ব্রেক কষে বিমানটির উড্ডয়ন বন্ধ করে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান সব যাত্রী।

এর আগে, গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বিমান উড্ডয়নের পরপরই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে ২৪২ জন আরোহীর মধ্যে একজন ছাড়া বাকি সবাই নিহত হন। আমদাবাদের সিভিল হাসপাতালের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছিল বিমানটি। ভয়াবহ ওই বিমান দুর্ঘটনায় মোট ২৬০ জনের মৃত্যু হয়।
স্বদেশবিচিত্রা/এআর