বুধবার, ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে শহীদ জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জাসাসের মানববন্ধন

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিত্রা প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাস।

দেশব্যাপী ‌কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) বেলা ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এর আয়োজন করা হয়।

জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম বকু, জেলা তাঁতি দলের সদস্য সচিব শাহেদা বেগম প্রমুখ।

বক্তাগণ ‌শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‌ এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান ।
স্বদেশবিত্রা/এআর