শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, যে কোনো ষড়যন্ত্র রাজপথে প্রতিহতের ঘোষণা নেতাদের

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : প্রশাসনের ‘নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ ও ‘ষড়যন্ত্রমূলক’ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে নেতারা এ ঘোষণা দেন।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। খুনীদের কোন আদর্শ নেই। মিটফোর্ড হাসপাতালের চত্বরে নির্মম হতাকাণ্ডকে নিয়ে একটি পক্ষ পানি ঘোলা করছে। যতটুকু বিচার চাওয়া উচিৎ ছিলো ততটুকু চাইছে না। যতটুকু প্রতিবাদ করার দরকার ছিলো, ততটুকু না করে বিএনপির দিকে আঙ্গুল তুলছে। বিএনপির দিকে আঙ্গুল তোলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন।

বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা রাজপথেই প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, এটা মূলত ওই গোষ্ঠিটির সাজানো-গোছানো চক্রান্ত ছিল। এর আগে তারা সাম্যসহ ছাত্রদল-যুবদল নেতাদের হত্যা নিয়ে কোন শব্দ উচ্চারণ করেনি। আমরাও কিন্তু মানুষ। দেশের স্বার্থে আমরা ধৈর্য্য ধরছি। এ ধৈর্য্যের বাঁধ ভাঙ্গবেন না। যদি বাঁধ ভেঙ্গে যায়, তাহলে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবো আপনাদের।

এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরের আগেই বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। তাঁদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন, মাথায় ছিল দলীয় ও জাতীয় পতাকা। এ সময় ছাত্রদল নেতা–কর্মীদের স্লোগানে নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিকেল ৫টার দিকে মিছিলটি পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইল, মৎস্য ভবন, হয়ে শাহবাগে এসে শেষ হয়। সেখানে সোয়া ৬টার দিকে শাহবাগ মোড় অবস্থান নেন স্বেচ্ছাসেবক নেতা-কর্মীরা। ফলে শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মৎস্য ভবন, নিউমার্কেট, কারওয়ান বাজারসহ আশপাশ এলাকার সড়কে তীব্র যানজট দেখা দেয়। ১৫ মিনিট অবস্থানের পর কেন্দ্রীয় কমিটির নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ফখরুল ইসলাম রবিন প্রমুখ বক্তব্য দেন।
স্বদেশবিচিত্রা/এআর