বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত হলে রাশিয়া উৎসাহিত হবে, কিয়েভের সকর্তবাণী

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : সামরিক সহায়তা স্থগিত করার পর বুধবার কিয়েভে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধান জন গিনকেলকে তলব করেছে ইউক্রেন এবং সতর্ক করে বলেছে, এ সহায়তা বিলম্ব হলে রাশিয়া আরও আগ্রাসী হতে উৎসাহ পাবে।

কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জন গিনকেলকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হয়। ইউক্রেনীয় পক্ষ স্পষ্টভাবে জানিয়ে দেয়, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতায় সহায়তা প্রদান বিলম্বিত হলে তা কেবল আগ্রাসী শক্তিকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করবে।
স্বদেশবিচিত্রা/এআর