শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : জেলায় আজ ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯টায় থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঝিনাইদহ সার্কিট হাউস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, জেলার পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, সহকারী তথ্য কর্মকর্তা এস কে ইমাম মেহেদী শাহ আলম।

এ প্রশিক্ষণ কর্মশালায় ঝিনাইদহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও সংবাদ সংস্থার পঞ্চাশজন সাংবাদিক অংশগ্রহন করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
স্বদেশবিচিত্রা/এ্রআর