শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের জয়ের টার্গেট মাত্র ১৭৪

নিউজটি শেয়ার করুন

সিলেট টেস্টের চতুর্থ দিনের শুরুটা ছিল বড়ই অশান্ত। জিম্বাবুয়ের বোলারদের সামনে যেন দাঁড়াতে পারছিলেন না বাংলাদেশের ব্যাটাররা। আগের দিনে অপরাজিত নাজমুল হোসেন শান্ত ফিরে যান দ্বিতীয় বলেই। তারপর সাজঘরের পথ ধরেন মেহেদী হাসান মিরাজ (১১)। শেষে জাকির আলী অনিক ও হাসান মাহমুদের দৃঢ়তায় (৯১ বলে ৩৫) প্রথম সেশনের দ্বিতীয় ঘণ্টায় খানিকটা থিতু হয় বাংলাদেশের ব্যাটিং।

তবে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানের বেশি স্কোর করতে পারেনি টাইগাররা। তাতে জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য মাত্র ১৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। জাকের ১১১ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৫৮ রানের চমৎকার এক ইনিংস খেলেছেন। দারুণ বোলিংয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারবানি নিয়েছেন ৫ উইকেট। দুটি উইকেট পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে এক ওভার ব্যাট করে ৪ রান তুলে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে জিম্বাবুয়ে।

তার আগে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৪ রান তোলে স্বাগতিক দল। ৬০ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সঙ্গে ব্যাট করতে নামবেন জাকের আলী অনিক। আগের দিন ২১ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এর আগে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় সফরকারী দল।

এখন চলছে মধ্যাহ্নভোজ বিরতি। দ্বিতীয় সেশনের খেলা হবে দুপুর ১টা ৪০ থেকে বেলা ৩টা ৪০ পর্যন্ত। বেলা ৩টা ৪০ থেকে বিকাল ৪টা পর্যন্ত হবে চা বিরতি। বিকাল ৪টা থেকে ৫টা ৪৫ পর্যন্ত চলবে তৃতীয় দিনের খেলা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯১/১০।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৫৫/১০, ৭৯.২ ওভার (নাজমুল ৬০, জাকের ৫৮, মুমিনুল ৪৭, মাহমুদুল ৩৩, হাসান ১২, মিরাজ ১১, সাদমান ৪, মুশফিক ৪, তাইজুল ১; মুজারাবানি ৬/৭২, মাসাকাদজা ২/২০, নিয়াউচি ১/৪২, এনগারাভা ১/৭৪)। 

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩/১০, ৮০.২ ওভার (উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫, এনগারাভা ২৮*; মিরাজ ৫/৫২, নাহিদ ৩/৭৪, খালেদ ১/৩০, হাসান ১/৫৫)।

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস : ৪/০, ১ ওভার (কারান ৩, বেনেট ১;)।

*মধ্যাহ্নভোজ বিরতি পর্যন্ত।

বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়াকে যেভাবে দেখছে মার্কিন সিনেটের বৈদেশিক কমিটি

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীরভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক টুইটবার্তায় এ