বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপন

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ভোরে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল আজহা।

দেশটিতের ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানী আবুধাবি, দুবাই, আজমান, শারজাহ, আল-আইন, ফজিরাহ, উম্মে আল কুইন, রাস আল-খাইমা, ঈদগাহ ও মসজিদে।

দুবাই দেরা প্রধান ঈদগাহ ময়দানে প্রায় ৫০ হাজার মুসলমান ঈদের নামাজ আদায় করেন।

বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি না থাকলেও সবার সাধ্যমতো চেষ্টা একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যদিয়ে নিজেকে ব্যস্ত রাখার।

বিশেষ করে যারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন তারা কোরবানি দেওয়ার উদ্দেশে কিনেছেন গরু কিংবা ছাগল।

তাছাড়া যেসব বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ থেকে ৫০ জন শ্রমিক রয়েছেন সেসব প্রতিষ্ঠানের মালিকদের পক্ষ থেকেও কেনা হয়েছে কোরবানির পশু। মালিকদের এমন আয়োজনে বেশ খুশি শ্রমিকরাও।

আমিরাতে আরবদের পর বাংলাদেশিরাই কোরবানির পশু বেশি জবাই করে থাকেন বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি নেতারা।
স্বদেশবিচিত্রা/এআর