শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোরবানির আগে দিনাজপুরে মাংস কাটার ‘খাটিয়া’ বিক্রির ধুম

নিউজটি শেয়ার করুন

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশু কেনাবেচা জমে উঠেছে। কেবল পশুই নয়, ঈদের প্রস্তুতির অংশ হিসেবে বাড়ছে কসাই সরঞ্জামের চাহিদাও। দা, বঁটি, ছুরি, চাপাতির পাশাপাশি এবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিশেষভাবে কদর পেয়েছে কাঠের তৈরি মাংস কাটার খাটিয়া।

চিরিরবন্দরের রানীরবন্দরসহ আশপাশের এলাকায় অস্থায়ী দোকানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন আকারের খাটিয়া। বিক্রেতারা জানাচ্ছেন, সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত দামে এসব খাটিয়া বিক্রি হচ্ছে। সাধারণত তেঁতুল কাঠের তৈরি খাটিয়াই সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন, কারণ এটি শক্ত ও টেকসই। চাপাতির কোপেও সহজে ক্ষতিগ্রস্ত হয় না এই কাঠ, ফলে মাংস নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে।

খাটিয়া বিক্রেতা মো. আনিছুর রহমান বলেন, “তেঁতুল কাঠ এখন কম পাওয়া যায়, দামও বেশি। তাই এর তৈরি খাটিয়া একটু দামী। তবে চাহিদা অনুযায়ী কাঁঠাল, বেল, কড়াই গাছের কাঠও ব্যবহার করি।”

স্থানীয় এক ক্রেতা মো. রফিকুল ইসলাম জানান, “কোরবানির ঈদে খাটিয়া দরকার হয়, তাই এবার ৪০০ টাকায় একটি তেঁতুল কাঠের খাটিয়া কিনেছি।” আরেক ক্রেতা মো. মোসাদ্দেক হোসেন বলেন, “কসাইরা তো খাটিয়া ব্যবহার করে, এখন সাধারণ মানুষও কাজের সুবিধার্থে কিনে নিচ্ছেন।”

রানীরবন্দরের আরেক বিক্রেতা মো. আস্তানুল হক জানান, ঈদের আগে বিভিন্ন স’মিল থেকে কাঠ কিনে নির্দিষ্ট মাপে কেটে খাটিয়া তৈরি করেন তাঁরা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে এসব খাটিয়ার বিক্রি।
স্বদেশ বিচিত্রা/এআর