শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রানি ও কাজলের পরিবারে বড় দুঃসংবাদ

নিউজটি শেয়ার করুন

স্বদেশ বিচিত্রা বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল ও রানি মুখার্জির পরিবারে দুঃসংবাদ। তাদের কাকা ও পরিচালক রণো মুখার্জি মারা গেছেন। ‘হায়ওয়ান’ (১৯৭৭) এবং ‘তু হি মেরি জিন্দেগি’ (১৯৬৫) সিনেমার জন্য পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার শেষকৃত্য বুধবার বিকেল ৪টায় মুম্বাইয়ের পাওয়ান হান্সে অনুষ্ঠিত হয়।

রণো ছিলেন খ্যাতনামা বলিউড অভিনেত্রী কাজল, রানি মুখার্জির কাকা এবং অভিনেত্রী শর্বানী মুখার্জির পিতা। রণো পরিচালক অয়ন মুখার্জি এবং অভিনেত্রী তনুশ্রী মুখার্জিরও কাকা ছিলেন।

রণো মুখার্জির শেষকৃত্যের বেশ কিছু ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

চলচ্চিত্র নির্মাতার মরদেহ বহনকারী একটি অ্যাম্বুল্যান্সও দেখা গিয়েছে। তার মৃত্যুর পর তারকারা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। তনুশ্রী মুখার্জি এবং অয়ন মুখার্জিও শেষকৃত্যে উপস্থিত ছিলেন। কিন্তু কাজল তার নতুন সিনেমা ‘মা’-এর প্রচারের ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি।

অন্যান্য বলিউড তারকার মধ্যে অশুতোষ গোয়ারিকারও শেষকৃত্যে উপস্থিত ছিলেন। দেব মুখার্জির কন্যা সুনীতা গোয়ারিকারের স্বামী হলেন অশুতোষ। যার ফলে অয়ন মুখার্জি তার শ্যালক।

রণো মুখার্জি দুটি সিনেমা পরিচালনা করেছিলেন, ‘হায়ওয়ান’ (১৯৭৭) এবং ‘তু হি মেরি জিন্দেগি’ (১৯৬৫)। পরে তিনি ‘আশু বন গয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতো বাতো মে’, ‘কমিনে’ এবং ‘গুদগুদি’সহ আরো অনেক বলিউড সিনেমায় কাজ করেছেন।

তিনি মুখার্জি পরিবারের ভাইদের মধ্যে বড় ছিলেন।
স্বদেশ বিচিত্রা/এআর