স্বদেশ বিচিত্রা তথ্যপ্রযুক্তি ডেস্ক : সারাবিশ্বে জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপ হিসেবে পরিচিত এই প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত।
শুধু ব্যক্তিগত কাজ নয়, অফিসসহ যাবতীয় কাজেই ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মে প্রচুর গ্রুপে অ্যাড থাকেন অনেকে। সেখানে চ্যাট করে থাকেন। বন্ধু, পরিবার, অফিসের কলিগদেরও আলাদা আলাদা গ্রুপ থাকে। কিন্তু এতো গ্রুপে কথা বলা একটু ঝামেলা বটে।
সম্প্রতি নতুন একটি নয়া প্রচার কৌশল ‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’ বা ‘এমনকি হোয়াটসঅ্যাপও না’ নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। যেখানে তারা হোয়াটসঅ্যাপের গোপনীয়তা কতটা জোরদার তা বোঝাতে চেয়েছে।
একটি ভিডিওর মাধ্যমে বোঝানো হচ্ছে, এই মেসেজিং অ্যাপ ঠিক কতটা গোপনীয়তা বজায় রাখে। তাতে দেখা যাচ্ছে, সবাই মেসেজ করছে, ভিডিও কল করছে, ব্যক্তিগত কথা সারছেন, সবাইটাই ভীষণই ব্যক্তিগত। গোপনীয়তা বজায় থাকছে এতটাই, যেন হোয়াটসঅ্যাপও কিছু জানতে পারছে না। সেই কারণেই এই ক্যাম্পেনের নাম ‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’।
এছাড়া কয়েকদিন আগেই ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এই ফিচার ব্যবহারের জন্য প্রথমে নিজের হোয়াটসঅ্যাপটি আপডেট করুন। সেটিংসে পেয়ে যাবেন ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’অপশন। সেটি অন করলেই গ্রুপ বা ব্যাক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে।
তবে ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সুবিধা পেতে দুই ব্যবহারকারীরই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে। অর্থাৎ চাইলেই আর চ্যাট এক্সপোর্ট করে কাউকে পাঠানো যাবে না। এতে গোপনীয়তা বজায় থাকবে, চ্যাট সুরক্ষিত থাকবে বলেই মনে করছে সংস্থা।
স্বদেশ বিচিত্রা/এআর