স্বদেশবিচিত্রা ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লে ডেওয়াল্ড ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার এই তরুণ ব্যাটসম্যান আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ বলে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন।
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন তিনি। নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৪ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তখন চার নম্বর পজিশনে ব্যাট করতে নামেন ব্রেভিস। এর কিছুক্ষণ পরই আউট হয়ে যান লোহান ড্রে প্রিটোরিয়াসও। ফলে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা।
দলের এমন কঠিন পরিস্থিতিতে কিছুটা দেখে-শুনে খেলে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন ব্রেভিস। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ২৫ বলে নিজের অভিষেক ফিফটি স্পর্শ করেন।
পরের ৫০ রান করতে খেলেছেন মাত্র ১৬ বল। সবমিলিয়ে ৪১ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।
২২ বছর ১০৫ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছেন ব্রেভিস। বিস্ফোরক ব্যাটিংয়ে রিচার্ড লেভিকে ছাড়িয়ে গেছেন তিনি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন লেভি।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার কীর্তিও গড়েছেন ব্রেভিস। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাফ ডু প্লেসির খেলা ১১৯ রানের ইনিংসটি এতদিন ছিল সর্বোচ্চ।
৪১ বলে সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ব্রেভিস। দেশের হয়ে দ্রততম সেঞ্চুরির রেকর্ডটি ডেভিড মিলারের। বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
স্বদেশবিচিত্রা/এআর