শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : জেলার সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চরতি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

শনিবার সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলী বলেন, ‘কিছুদিন ধরে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে একটি হাতির পাল লোকালয়ে ঢুকে কৃষকদের জমিতে তাণ্ডব চালাচ্ছিল। শুক্রবার রাতে স্থানীয় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন সাদেক হোসেন। এ সময় একটি বন্য হাতি তাকে পেয়ে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয়।’

ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স্বদেশবিচিত্রা/এআর