শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে কাভার্ডভ্যান-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে পদ্মারেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিল বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাস একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। পেছনে থাকা যাত্রীবাহী বাস ওই মাইক্রোবাসটিকে একইভাবে পিছনে ধাক্কা দেয়।

এ সময় মাইক্রোবাসের যাত্রী ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগমের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

তারা ফরিদপুর থেকে মাইক্রোবাসে চড়ে ঢাকা আসচ্ছিলেন।
স্বদেশবিচিত্রা/এআর