বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লঞ্চে উঠতে হুড়োহুড়ি, নারী-শিশুসহ ৫ যাত্রী বুড়িগঙ্গায়

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : ঈদুল আজহার সরকারি ছুটি শুরুর প্রথম দিনই যাত্রীর চাপ বেড়েছে সড়ক, রেলপথ ও সদরঘাটে। যানবাহনের তুলনায় যাত্রীর চাপ বেশি হওয়ায় ঝুঁকি নিয়েই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন যাত্রীরা। ট্রেনের ছাদে ওঠা নিষেধ হলেও তা অমান্য করছেন যাত্রীরা। একই ঘটনা ঘটছে সদরঘাটেও।

লঞ্চ পাড়ে ভিড়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা হুড়োহুড়ি করে লঞ্চে ওঠার চেষ্টা করছেন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চে উঠতে গিয়ে নারী-শিশুসহ ৫ যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সবাই। ঘটনার পর উপস্থিত কয়েকজন দ্রুত পানিতে নেমে পড়েন।

তারা ওই ৫ যাত্রীকে রশি দিয়ে লঞ্চে টেনে তুলেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত ওই যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদযাত্রায় অতিরিক্ত চাপের কারণে সদরঘাটে লঞ্চে ওঠার সময় ধাক্কাধাক্কিতে ওই পাঁচজন যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যান। পরে ঘটনার পরপরই দ্রুত স্থানীয় কয়েকজন পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং তলিয়ে যাওয়ার আগেই সবাইকে উদ্ধার করে নিরাপদে উপরে তোলেন।

একপর্যায়ে লঞ্চের রশি ও ঘাটের সিঁড়ি ব্যবহার করে সবাইকে উদ্ধার করা হয়। তারা প্রত্যেকে সুস্থ রয়েছেন।

স্বদেশবিচিত্রা/এআর