বৃহস্পতিবার, ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : জেলার রায়পুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাব্বি হোসেন (৩০) নামে একজন নিহত ও ৩জন আহত হয়েছে।

গত বুধবার রাত ৮টার দিকে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ভুঁইয়ারাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি হোসেন উপজেলার মধুপুর এলাকার সবুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত ৮ টার সময় রায়পুর থেকে মোটরসাইকেলে করে রাব্বি হোসেন ও তারেক হোসেন তাদের বাড়ি দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় চারজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর রাব্বি হোসেন কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহত তিনজনের মধ্যে গুরুতর আহত তারেক হোসেনকে ঢাকায় ও অন্য দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। অন্য আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বদেশবিচিত্রা/এআর