স্বদেশবিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী রাতভর গাজা সিটির উপকণ্ঠে আকাশ ও স্থল থেকে হামলা চালিয়ে ঘরবাড়ি ধ্বংস করেছে এবং আরো পরিবারকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। রবিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা শহর দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করার আগেই এই হামলা শুরু হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ইসরায়েলি গুলি ও হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে, যার মধ্যে ১৩ জন মধ্য গাজা উপত্যকার একটি ত্রাণ কেন্দ্রের কাছে থেকে খাবার সংগ্রহ করার চেষ্টা করেছিল এবং কমপক্ষে দুজন গাজা সিটির একটি বাড়িতে ছিল।
ইসরায়েলি সামরিক মুখপাত্রের কার্যালয় জানিয়েছে,তারা প্রতিবেদনগুলি পর্যালোচনা করছে।
গাজা সিটির অন্যতম বৃহত্তম পাড়া শেখ রাদওয়ানের বাসিন্দারা জানিয়েছেন, শনিবার ও রবিবার এই অঞ্চলটি ইসরায়েলি ট্যাঙ্কের গোলা ও বিমান হামলার শিকার হয়েছে, যার ফলে পরিবারগুলো শহরের পশ্চিম অংশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী গত তিন সপ্তাহ ধরে গাজা সিটির আশেপাশে ধীরে ধীরে তাদের অভিযান বাড়িয়েছে।
শেখ রাদওয়ানের বাসিন্দা রেজিক সালাহ বলেন, “পূর্ব, উত্তর এবং দক্ষিণ দিকের যেসব এলাকায় লাখ লাখ লোক আশ্রয় নিচ্ছে এমন শহরগুলোর দিকে তারা এগুচ্ছে। সেই সাথে আকাশ ও স্থল থেকে বোমাবর্ষণ করছে যাতে লোকজন সেখান থেকে চলে যেতে না পারে।”
একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রবিবার সন্ধ্যায় গাজা শহর দখলের পরিকল্পিত আক্রমণের পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করতে বসবে। তারা আরো স্থল বাহিনী পাঠানোর আগে বেসামরিক জনগোষ্ঠীকে সরিয়ে নিতে চায়।
শনিবার রেড ক্রসের প্রধান মিরজানা স্পোলজারিক জানিয়েছেন, শহর থেকে সরিয়ে নেওয়ার ফলে ব্যাপক জনসংখ্যার বাস্তুচ্যুতি ঘটবে যাদেরকে গাজা উপত্যকার অন্য কোনো অঞ্চল গ্রহণ করতে সক্ষম নয়।
স্বদেশবিচিত্রা/এআর