স্বদেশবিচিত্রা প্রযুক্তি ডেস্ক : আধুনিক জীবনে ইন্টারনেট অপরিহার্য হয়ে উঠেছে আমাদের লাইফস্টাইলে। বাসা-বাড়ি থেকে অফিস বা ব্যক্তিগত বিভিন্ন কাজ, ব্যবসায়ীক ক্ষেত্রে কিংবা সামাজিকতা রক্ষায় বিভিন্ন মাধ্যমে সক্রিয় থাকার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়। আবার অনলাইন ক্লাস কিংবা অনেকেই বিনোদনের মাধ্যম হিসেবে ওটিটি প্লাটফর্মে সময় কাটিয়ে থাকেন। এ ক্ষেত্রে ইন্টারনেট গুরুত্বপূর্ণ।
ইন্টারনেটের মতো এমন গুরুত্বপূর্ণ বিষয়টি যদি প্রয়োজনের সময় সমস্যা করে, তাহলে যেমন কাজ ব্যাহত হয়; একইসঙ্গে বিরক্ত বোধ করি আমরা। এমন অনেকেই আছেন, যারা মাঝে মধ্যেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের সমস্যার শিকার হয়ে থাকেন। কিন্তু কী কারণে এমনটা হয়, তা ভেবে দেখেছেন কখনো? ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, ইন্টারনেট ইনস্টলেশনের সময় করা ছোট ছোট কিছু ভুল বা অবহেলা থেকে এমনটা হতে পারে। তাহলে এ সমস্যা সমাধানের উপায় জেনে নেয়া যাক।
রাউটার সঠিক জায়গায় ইনস্টল করা:
রাউটারের মাধ্যমে পুরো বাসা-বাড়িতে ইন্টারনেট সিগন্যাল পৌঁছায়। এ জন্য রাউটার সঠিক স্থানে স্থাপন করা জরুরি। রাউটার ঘরের মাঝে ও উচুতে রাখা উচিত। রাউটারের সঙ্গে সংযোগকারী ক্যাবল যেন বাঁকা না থাকে। রাউটারটি দেয়ালে, তাকের উপর বা উচু কোনো টেবিলের ওপর রাখতে পারেন।
সঠিক কেবল ব্যবহার:
মাঝে মধ্যেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অন্যতম কারণ হতে পারে নিম্ন কিংবা খারাপ মানের কেবল। এ জন্য আপনি যে প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সংযাগ নিচ্ছেন, প্রতিষ্ঠানকে ভালো মানের কেবল ব্যবহার করতে বলুন। রাউটারের কেবলে যেন কোনো ধরনের চাপ না পড়ে, সেদিকে দৃষ্টি রাখুন।
রাউটারের ফার্মওয়্যার ভার্সন চেক করা:
রাউটার ইনস্টলেশনের সময় এর ফার্মওয়্যার ভার্সন আপডেট কিনা, সেটি যাচাই করুন। সেটি যদি না হয়, তাহলে অবিলম্বে আপডেট করুন। ফার্মওয়্যার ভার্সন আপডেট করা হলে রাউটারের কর্মদক্ষতা উন্নত হয় এবং নেটওয়ার্ক স্থিতিশীল থাকে।
যেসব বিষয় মনে রাখা উচিত:
রাউটার ইনস্টলের সময়, বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে, এটি সঠিক পাওয়ার সাপ্লাই পাচ্ছে কিনা। এটি ইনস্টলের সময় গতি ও সংযোগ পরীক্ষা করে নিতে হবে। দুর্বল হার্ডওয়্যারও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের কারণ হতে পারে। এ জন্য রাউটার অনেক পুরোনো হয়ে গেলেও পরিবর্তনের প্রয়োজন হয়।
স্বদেশবিচিত্রা/এআর