মঙ্গলবার, ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেল প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

আজ এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

প্রফেসর আমানুল্লাহ বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় অনেকগুলো অমূল্য প্রাণ ঝরে গেছে। বিশেষ করে দেশের ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যথিত।তিনি বলেন, বিমান দুর্ঘটনায় পাইলটের পরিবার এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।
স্বদেশবিচিত্রা/এআর