শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-জিম্বাবুয়েকে অপেক্ষায় রেখেছে বৃষ্টি

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির কারণে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন সকাল থেকেই বেরসিক বৃষ্টি ঝরছে। পরিস্থিতি বলছে, মাঠে বল গড়াতে আরও বিলম্ব হবে।
প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। জবাবে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এখনও সফরকারী দলের চেয়ে ২৫ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্ত’র দল।
প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি।
দলীয় ১৩ রানে সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের চতুর্থ ওভারে শন উইলিয়ামসের হাতে ক্যাচ দেন সাদমান। সাজঘরে ফেরার আগে ১০ বলের মোকাবেলায় মাত্র ৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার। বাউন্ডারি থেকে ওই ৪ রান করেন তিনি।
এরপর আর কোনো বিপদ হতে দেননি মমিনুল হক সৌরভ ও মাহমুদুল হাসান জয়। আর কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন তারা। গড়েছেন ৪৪ রানের নিরবচ্ছিন্ন জুটি। ৬ চারের সাহায্যে ২৮ রানে অপরাজিত আছেন জয়। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন মমিনুল। তিনটি বাউন্ডারি মেরেছেন সাবেক অধিনায়ক।

বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়াকে যেভাবে দেখছে মার্কিন সিনেটের বৈদেশিক কমিটি

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীরভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক টুইটবার্তায় এ

বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি চতুর্থ দিনের খেলা

বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। কাভারে ঢাকা রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের