বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ.পি.পি অ্যাডভোকেট শাহীনুর বেগম সাগর।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে জেলা সদরের সোনাপুরে নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন শাহীনুর বেগম সাগর। পরে তিনি সেখানে একটি ভোজের আয়োজন করেন।

এ সময় ঢাকার পল্টন থানা শ্রমিক দলের আহ্বায়ক মো. আবু তাহের, নোয়াখালী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ফারজানা সামছ্ টুম্পা, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. আমজাদ হোসেন, জাহাঙ্গীর আলম, নোয়াখালী পৌর ছাত্রদল নেতা ওয়াসিম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে শাহীনুর বেগম সাগর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দু:শাসনের অভিজ্ঞতা বর্ণনা করেন বলেন, ‘আওয়ামী লীগের হামলা-মামলা ও নির্যাতনের কারণে দীর্ঘদিন বাড়িতে আসতে পারিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলে দলকে সুসংগঠিত করতে হবে।’
স্বদেশবিচিত্রা/এআর