স্বদেশবিচিত্রা প্রতিবেদক : নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর সেলিম ফারুককে আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাবেক সহ-সভাপতি সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু এবং ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। তারা যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।
স্বদেশবিচিত্রা/এআর