বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ম ভাঙলেই আইনি ব্যবস্থা, হাজিদের সতর্ক করল সৌদি

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : আরাফার ময়দানে মোনাজাতের মধ্য দিয়ে গত ৫ জুন শেষ হয়ে গেছে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করছেন হাজিরা। এরইমধ্যে সবাইকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ছাড়ার কঠোর নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি সরকারের হুঁশিয়ারি, হজ ভিসার শর্ত লঙ্ঘন করলে আইনি জটিলতার মুখে পড়তে হবে, এমনকি ভবিষ্যতে হজ কিংবা ওমরাহ ভিসা পাওয়াও কঠিন হয়ে পড়তে পারে। খবর গালফ নিউজের।

এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ে সৌদি আরব ত্যাগ করা আইনি বাধ্যবাধকতার পাশাপাশি সৌদির বিধিনিষেধ এবং বার্ষিক হজ মৌসুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।

হজের উদ্দেশে জারি করা ভিসা যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই ভিসা ব্যবহার করে অন্য কোনো কর্মকাণ্ডে জাড়ানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। সময়মতো দেশত্যাগ না করলে আইনি জটিলতা বা ভবিষ্যতে হজ ও ওমরাহ ভিসা পেতে সমস্যার সম্মুখীন হতে পারে।

সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, সকল আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও সমুদ্রবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে যাতে হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে বিদায় নিশ্চিত করা যায়।
স্বদেশবিচিত্রা/এআর