বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কের রাস্তায় শাকিব-বুবলীর রোমান্স, ছবি ভাইরাল

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শাকিব খান। এর কয়েকদিন পর সেখানে গেছেন বুবলীও। সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর।

রোববার (৩ আগস্ট) চিত্রনায়িকা বুবলী নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন। ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে তাদের ছেলে বীরকেও দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু একটা দেখাচ্ছিলেন। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা’।

ছবিগুলোতে শাকিব-বুবলী বেশ ঘনিষ্ঠভাবে দেখা দিয়েছেন। যেমনটা বিয়ে-বিচ্ছেদের খবর প্রকাশের পর অপু বা বুবলী কারও সঙ্গে দেখা যায়নি। ফলে গত ক’বছর শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলী যে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন, তাতে এবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে যেন অনেকটাই এগিয়ে গেলেন বুবলী!

ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তরা বিভিন্ন কমেন্ট করতে থাকেন।

দুই বছর আগে অপু ও জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সেসময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। এবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ছোট ছেলেকে ঘিরে। তবে সেটি আরও ঘনিষ্ঠ আবহে।
স্বদেশবিচিত্রা/এআর