বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা ক্রীড়া ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক বছর আগেই সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা চলবে ৫ জুলাই পর্যন্ত। এই আসরটি হবে একেবারেই ব্যতিক্রমী ও ঐতিহাসিক। কারণ, প্রথমবারের মতো অংশ নিচ্ছে ১২টি দল। আর খেলা হবে ৭টি ভেন্যুতে। মোট ম্যাচ হবে ৩৩টি।

সূচিতে চোখ বুলালেই বোঝা যায়, এই আসরে রয়েছে অনেক চমক ও উত্তেজনার উপাদান। বিশেষ করে ১৪ জুন। এই দিনটি আলাদা করে নজর কাড়ছে। কারণ, এদিন মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচের টিকিট ইতোমধ্যে হট কেকের মতো বিক্রি শুরু হয়ে গেছে।

বিশ্বকাপের জন্য দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে—
গ্রুপ-১: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও দুটি বাছাইপর্ব জয়ী দল।
গ্রুপ-২: ইংল্যান্ড (স্বাগতিক), নিউ জিল্যান্ড (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন), ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দুটি বাছাইপর্ব জয়ী দল।

এইবারের আসরে আগে থেকেই জায়গা করে নিয়েছে ৮টি দল— ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি ৪টি জায়গা পূরণ হবে বাছাইপর্ব থেকে। যেখানে অংশ নেবে ১০টি দেশ। ইতোমধ্যে বাংলাদেশ, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ড নিশ্চিত করেছে বাছাইপর্বে খেলা। ইউরোপ, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকেও দল আসবে এই লড়াইয়ে।

ভেন্যু ও হাইভোল্টেজ ম্যাচগুলো:
ম্যাচগুলো হবে ইংল্যান্ডের ঐতিহাসিক ও জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়ামগুলোত— ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন, ব্রিস্টল ও এজবাস্টন। লর্ডস ও দ্য ওভাল বাদ থাকলেও উত্তেজনার কমতি নেই।

উদ্বোধনী ম্যাচ: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (১২ জুন)।
১৩ জুন: নিউ জিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা।
১৪ জুন: ভারত বনাম পাকিস্তান।

নকআউট রাউন্ড:
সেমিফাইনাল: ৩০ জুন ও ২ জুলাই।
ফাইনাল: ৫ জুলাই।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি জায়গা পাবে সেমিফাইনালে। এরপর সেমিফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে ফাইনালে।
স্বদেশবিচিত্রা/এআর