মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নায়কের মুখে দুর্গন্ধ, অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশা!

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২০১২ সালের সিনেমা ‘জোরি ব্রেকার’–এর শুটিংয়ের সময় ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা নিয়ে আলোচনার ঝড় উঠেছে বলিউডপ্রেমীদের মধ্যে।

সিনেমাটিতে বিপাশার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। একটি চুম্বন দৃশ্যের প্রসঙ্গে বিপাশা বলেন, “আমি প্রথমে দৃশ্যটি করতে দ্বিধায় ছিলাম, কারণ মাধবনের স্ত্রী আমার খুব ভালো বন্ধু। কিন্তু পরিচালক বারবার অনুরোধ করে রাজি করান।”

তবে শুটিং শেষ হতেই ঘটেছিল অস্বস্তিকর এক পরিস্থিতি। অভিনেত্রীর ভাষ্য, “দৃশ্যটি শেষ করেই আমি সঙ্গে সঙ্গে নিজের ঘরে চলে যাই। গা গুলিয়ে উঠছিল, অসুস্থ বোধ করছিলাম। পরে জানতে পারি, মাধবন শুটিংয়ের আগে পেঁয়াজ রয়েছে এমন কিছু খেয়েছিলেন।”

এই ঘটনাকে নিয়ে তেমন কোনো রাগ বা দূরত্ব তৈরি হয়নি তাদের বন্ধুত্বে। বরং তিনি এটিকে এক সাধারণ, স্বাভাবিক পরিস্থিতি হিসেবেই নিয়েছেন। বিপাশা বলেন, “আমাদের বন্ধুত্বের কোনো ক্ষতি হয়নি। এখনও নিয়মিত কথা হয় মাধবনের সঙ্গে।”
স্বদেশবিচিত্রা/এআর