স্বদেশবিচিত্রা প্রযুক্তি ডেস্ক : চীনা প্রতিষ্ঠান টেকনো’র দক্ষিণ এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর এখন ঢাকার উত্তরায়। সম্প্রতি উত্তরায় সেন্টার পয়েন্টে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে স্টোরটি। ফ্ল্যাগশিপ স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে টেকনো’র ক্যামন ৪০ সিরিজের সাফল্যও উদযাপন করা হয়েছে।
সদ্য চালু হওয়া এই স্টোরটি সম্পর্কে টেকনো’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্ল্যাগশিপ স্টোরটি এই অঞ্চলের ব্যবহারকারীদের জন্য স্মার্ট ইনোভেশন নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন। এছাড়া, স্টোরটিতে গ্রাহকরা দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করবেন বলেও আশ্বাস দেওয়া হয় প্রতিষ্ঠানের তরফ থেকে।
আরো বলা হয়েছে, ২ হাজার ৬০০ বর্গফুট আয়তনের এই স্টোর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে টেকনোর নতুন যুগের সূচনা হলো। এই স্টোরে গ্রাহকরা সম্পূর্ণ ইন্টারেক্টিভ পরিবেশে ব্র্যান্ডের এআই সমর্থিত ইকোসিস্টেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সংযুক্ত জীবনযাত্রা নিশ্চিত করতে টেকনো নিয়ে এসেছে বেশ কিছু উদ্ভাবনী পণ্য। এর মধ্যে রয়েছে- মেগা মিনি গেমিং জি১, পকেট গো টিডব্লিউএস, এআই স্মার্ট চশমা (স্মার্টগ্লাস), ডায়নামিক ১, স্মার্ট ওয়াচ।
এছাড়া, বিস্তৃত পরিসরের স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্ট ডিভাইসসহ অন্যান্য উদ্ভাবনী এআইওটি পণ্যও উপভোগ করার করার সুযোগ পাবেন গ্রাহকরা।
অনুষ্ঠানে প্রযুক্তিপ্রেমী, প্রযুক্তি শিল্পের অংশীজন এবং পরিচিত সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। টেকনো’র উদযাপনে নতুন মাত্রা যোগ করতে লাইভ পারফরমেন্সের পাশাপাশি আজরা মাহমুদের তত্ত্বাবধানে একটি স্টাইলিশ এআই লাইফস্টাইল ফ্যাশন শো’রও আয়োজন করা হয়। পাশাপাশি ইভেন্টে আরো উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারা।
টেকনো’র আয়োজনের আরেকটি মূল আকর্ষণ ছিল ক্যামন ৪০ সিরিজের ফ্ল্যাশ লঞ্চ উদযাপন। এই সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি আল্ট্রা নাইট ক্যামেরা, ওয়ানট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ ফটোগ্রাফি মোড এবং আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটারপ্রুফিং রেজিস্ট্যান্স ফিচার।
আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘‘এই ফ্ল্যাগশিপ স্টোরটি শুধুমাত্র একটি রিটেইল স্পেস নয়, বরং এটি এমন একটি জায়গা যেখানে গ্রাহকরা টেকনোর লেটেস্ট সব ইনোভেশন প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবেন। এছাড়া, ফিউচারিস্টিক ইনোভেশনের মাধ্যমে টেকনো কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে, সেই অভিজ্ঞতা নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের জন্য।’’
উদ্বোধন উপলক্ষে টেকনো ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত এক্সক্লুসিভ ইনস্টোর অফার ঘোষণা করেছে। এ সময়কালে গ্রাহকরা স্মার্টফোন, ল্যাপটপ এবং স্মার্ট গ্যাজেটে উল্লেখযোগ্য ডিসকাউন্ট ও বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।
স্বদেশবিচিত্রা/এআর