স্বদেশবিচিত্রা অর্থনীতি ডেস্ক : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জুন মাসের ২৯ দিনে ২.৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা বার্ষিক ভিত্তিতে ১৪.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স।গত বছরের একই সময়ে দেশ ২.৩৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স আয় ২৯ জুন পর্যন্ত রেকর্ড ৩০.২১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা দেশের ইতিহাসে যেকোনো অর্থবছরের সর্বোচ্চ।
স্বদেশবিচিত্রা/এআর