শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাপার (রওশনপন্থি) সংবাদ সম্মেলন, জনগণ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : দেশজুড়ে অব্যাহত খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, ভূমিদখলসহ নানা অপরাধের কারণে জনগণ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশনপন্থি) মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশের ১৮ কোটি মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। জানমালের নিরাপত্তা নেই। দেশের বিরাজমান সংকট নিরসনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তহীনতা ও উদাসীনতার পরিচয় দিচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র ও সাধারণ জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এসব অপশক্তি দেশের অর্থনীতির চাকা থামিয়ে দিতে চক্রান্ত করছে।

এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে দ্রুত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারাদেশে অপরাধ দমনে মোতায়েন করার দাবি জানিয়ে বলা হয়, নৈরাজ্য, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, খুন, দখলবাজির মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, সৈয়দ ওয়াহেদুল ইসলাম তরুণ ও হাফসা সুলতানা।
স্বদেশবিচিত্রা/এআর