বিশেষ প্রতিনিধি : জমির সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার গোহাইল কান্দি গ্রামের হাফিজুর রহমানের পুত্র মাসুম রহমান। এ বিষয়ে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লালচাঁপুর গ্রামের বেলায়েত হোসেন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ১ নং আমলি আদালত ময়মনসিংহে মোকদ্দমা নং ১৯১৪ একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রকাশ মামলার দুই নং আসামী মাসুম এক নং আসামি লিমা আক্তারের স্বামী। অপরদিকে মামলার অভিযোগকারী বেলায়েত হোসেন একজন প্রবাসী ও দলিল গ্রহীতা। মামলার উল্লেখ্য যে ১ নং আসামি লিমা আক্তার নিকট থেকে সাব কাবলা দলিল রেজিস্ট্রেশন সম্পাদন করে যার দলিল নম্বর ১৫২৬০ মূলে এক শতাংশ জমি ক্রয় করেন অভিযোগকারী বেলায়েত হোসেন। উহার এস এ দাগ নং ৩৯১ ও বি আর এস নাম্বার ২৮০৭ ক্রয় করার পর দুই নং আসামি লিমা আক্তার অভিযোগকারীকে জমি হস্তান্তর করে ও দখল বুঝিয়ে দেয়।
অভিযোগকারীর জমা খারিজ মোকদ্দমা নং ১০৫৩৮/২০২৪-২৫ মূলে ৬২৯৫ নং খারিজ মূলে ভোগদখলে আছেন। অভিযোগকারী বিগত ২৪/১০/২০২৪ লিমা আক্তারের নিকট প্রাপ্ত একটি টিনশেড বাড়িসহ ১ শতাংশ জমি ক্রয় করার পর ভোগ দখল থাকা অবস্থায় উক্ত বাড়িতে দোতালা বাড়ি নির্মাণ করে স্ত্রী পুত্র ও দুই কন্যা সহ বসবাস করে আসছেন অভিযোগকারী একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা।বিগত ২৬/৫/২০২৫ তারিখে ২নং আসামি মাসুম অভিযোগকারীর স্ত্রীকে বাড়িতে এসে জানায় টিন সেট বাড়িসহ এক শতাংশ জমি তার। তিনি তার স্ত্রী ১ নং আসামি লিমা আক্তার কর্তৃক এই জমি ক্রয় করেছেন বলে দাবি করেন। পরে অভিযোগকারী প্রবাসী বিগত ৩/৬/২০২৫ ইং দেশে এসে কাগজপত্র তল্লাশি করে জানতে পারে, ১ নং আসামি লিমা আক্তার ও ২ নং আসামি মাসুম রহমান দলিল লেখকের যোগ সাজসে ১ ও ২ নং আসামি সঠিক তথ্য গোপন করে ১ নং আসামীকে দাতা হিসেবে স্বাক্ষর করিয়ে দলিল লেখকের যোগ সাজসে অভিযোগকারী সাথে প্রতারণা করে।
যার ফলে এক ও দুই নং আসামী সঠিক তথ্য গোপন করে অভিযোগকারী নিকট থেকে ৩২ লক্ষ ৭০ হাজার টাকা প্রতারণা করে নিয়েছেন। এছাড়া গত ৭/১০/ ২০২৫ ইং তারিখে অভিযোগকারী স্ত্রী পুত্র কন্যাদয়সহ বাড়িতে অবস্থান করলে দুই নং আসামি মাসুম তাদের প্রাণনাশের হুমকি দেয় বর্তমানে অভিযোগকারী প্রবাসে থাকায় তার স্ত্রী সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এ বিষয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী প্রবাসী বেলায়েত হোসেনের পরিবার।