বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা। সোমবার (১১ আগস্ট) তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মুম্বাইয়ের দাদার এলাকায় দুই ছেলের সঙ্গে থাকতেন এ অভিনেত্রী।

বর্ষীয়ান অভিনেত্রী নাজিমার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার চাচাতো বোন জারিন বাবু। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সফর শুরু করেছিলেন নাজিমা। তখন তার নাম ছিল বেবি চাঁদ। প্রথম সিনেমার নাম ছিল ‘দো বিঘা জামিন’।

পরিচালক বিমল রায় নিজে আবিষ্কার করেছিলেন নাজিমাকে।

১৯৪৮ সালে ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন অভিনেত্রী নাজিমা। তার প্রকৃত নাম মেহর-উন-নিসা। তার দাদি শরিফা বাই ছিলেন সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী, আর পিসি হুসন বানুও রুপালি পর্দায় নিজের ছাপ রেখে গিয়েছেন।

ফলে ছোটবেলা থেকেই সিনেমার স্বাদ নিয়ে বেড়ে ওঠেন।
স্বদেশবিচিত্রা/এআর