বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাজারে আসছে ট্রাম্প মোবাইল!

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রযুক্তি ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ‘ট্রাম্প মোবাইল’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার টেলিকম খাতে পা রাখলেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ঘোষণা দিয়েছে, তারা ‘ট্রাম্প মোবাইল’ নামে একটি নতুন মোবাইল পরিষেবা চালু করতে যাচ্ছে। একই সঙ্গে ৪৯৯ ডলারের একটি স্মার্টফোনও বাজারে আনছে প্রতিষ্ঠানটি।

এই উদ্যোগ মূলত রক্ষণশীল মার্কিনদের লক্ষ্য করে তৈরি, যারা মূলধারার সেবা থেকে সরে আসতে চান।

ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে, পরিষেবাটিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কল সেন্টার এবং দেশে তৈরি স্মার্টফোন ব্যবহার করা হবে। যদিও পরিষেবাটি কোন নেটওয়ার্কে চলবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ, কোনো বড় টেলিকম কোম্পানি ট্রাম্প মোবাইলের সঙ্গে চুক্তির ঘোষণা দেয়নি।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রভাব, নিয়ন্ত্রণমূলক নীতিমালা এবং ট্রাম্পের বর্তমান প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় এমন উদ্যোগ স্বার্থসংঘাতের প্রশ্ন তুলছে।

হার্ভার্ডের অধ্যাপক লরেন্স লেসিগ মনে করেন, এটি ট্রাম্প পরিবারের সম্পদ বাড়ানোর আরেকটি কৌশল। অন্যদিকে, বিশ্লেষক ব্রায়ান মুলবারি বলছেন, কম দামে বাজারে আসা ফোনটি অ্যাপলের জন্য চ্যালেঞ্জ হতে পারে।

এর আগে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ এবং ক্রিপ্টোখাতে উদ্যোগ নিয়েছিলেন। এখন মোবাইল পরিষেবায় প্রবেশও সেই ধারাবাহিকতা। অনেকেই বলছেন, এটি শুধু প্রযুক্তিগত নয়, রাজনৈতিক কৌশল হিসাবেও বিশ্লেষণের দাবি রাখে।
স্বদেশবিচিত্রা/এআর