স্বদেশবিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বহনকারী বিমান বুলগেরিয়ায় অবতরণের সময় হঠাৎ করেই জিপিএস নেভিগেশন ব্যবস্থা অচল হয়ে পড়ে। বাধ্য হয়ে পাইলট কাগজের মানচিত্র দেখে বিমানটি নিরাপদে অবতরণ করান। এ ঘটনায় রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছে বুলগেরিয়া ও ইউরোপীয় কমিশন।
ঘটনাটি ঘটেছে গত রোববার প্লভদিভ বিমানবন্দরে। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আরিয়ান্না পোদেস্তা বলেন, ‘এটি ছিল পরিকল্পিত জিপিএস জ্যামিং। বিমানবন্দরের সংকেত পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা আকাশে চক্কর দেওয়ার পর বিমানটি অবশেষে অবতরণ করে।’
বুলগেরীয় কর্তৃপক্ষের অভিযোগ, সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার পক্ষ থেকেই এ ধরনের ‘স্পষ্ট হস্তক্ষেপ’ চালানো হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউরোপ ও বাল্টিক সাগর অঞ্চলে জিপিএস সংকেত বিভ্রাট বেড়ে গেছে। এতে সামরিক বাহিনী ছাড়াও সাধারণ বেসামরিক বিমান চলাচলও ঝুঁকিতে পড়ছে।
উরসুলা ভন ডার লেন বর্তমানে চার দিনের সফরে আছেন, যেখানে তিনি রাশিয়া ও বেলারুশ সীমান্তবর্তী কয়েকটি ইইউ দেশ ঘুরে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন। ঘটনাটির পর তিনি বলেন, ‘পুতিন বদলায়নি, আর বদলাবে না। তিনি শিকারি। তাকে কেবল শক্ত প্রতিরোধ দিয়েই থামানো সম্ভব।’
এদিকে এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন আবারও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
স্বদেশবিচিত্রা/এআর