রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক কবি অশোক ধর ও কবিতা রানীর মেয়ে অংকিতা ধরের গোল্ডেন এ প্লাস অর্জন

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট কন্ট্রোলার কবিতা রানী পালের ছোট মেয়ে অংকিতা ধর ১২৩৯ নাম্বার পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হয়েছে।

বিএফশাহীন স্কুল এন্ড কলেজের থেকে অংকিতা ধর এইবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করে। ইংলিশ মিডিয়াম ছাত্রী অংকিতা লেখা পড়ার সাথে সাথে গান ও নাচের চর্চা করে। ছোট বেলা থেকেই অংকিতা একজন ভালো ছাত্রী ছিল। মা-বাবার অনুপ্রেরণা এবং শিক্ষকদের অনুপ্রেরণায় তার এই সফলতা।

মায়ের ভূমিকা তুলনাহীন বলে অংকিতা ধর মনে করে। মায়ের পরে বড় বোন অনামিকা রানী ধরের অবদান রয়েছে। পিতা মাতা বড় বোন গৃহ শিক্ষকসহ তার সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে অংকিতা আরো ভালো ফলাফল করার আশা প্রকাশ করে। ভালো ফলাফল করার সাথে এক মানবিক মানুষ হয়ার প্রত্যয় ব্যক্ত করে।
স্বদেশবিচিত্রা/এআর