শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন : ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা প্রকাশ

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২৬ জুন এ নীতিমালার গেজেট প্রকাশ করা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫- এ বলা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনের মধ্যে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর।

উক্ত নির্বাচনসমূহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোত্তম স্থানে ভোটকেন্দ্র স্থাপন অত্যাবশ্যক। ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রভাবমুক্ত এবং ভোটারদের ভোট প্রদানের সার্বিক সুযোগ-সুবিধা অনুযায়ী ভোটকেন্দ্রের স্থান নির্ধারণের উপর সুষ্ঠু নির্বাচন বহুলাংশে নির্ভরশীল। নির্বাচন কমিশন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সকল নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের নিমিত্ত নিম্নরূপ নীতিমালা প্রণয়ন করল:

সিটি কর্পোরেশন: সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭ অনুসারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট প্রস্তাবিত ভোটকেন্দ্রসমূহের একটি তালিকা প্রেরণ করবেন এবং উক্ত তালিকায় প্রতিটি ভোটকেন্দ্রে যেসব এলাকার ভোটারগণ ভোট প্রদান করবেন সেসব এলাকার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। নির্বাচন কমিশন উপরিউক্ত তালিকা প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন সাপেক্ষে চূড়ান্ত করবে এবং ভোটগ্রহণের তারিখের অন্যূন ১৫ দিন পূর্বে উক্ত চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ করবে।

জেলা পরিষদ : জেলা পরিষদ নির্বাচনের জন্য জেলা পরিষদ আইন, ২০০০ (২০০৫ সনের ১৯নং আইন) এর ধারা ৪১) এবং ১৪(১) এর অধীন বিভক্তিতে ওয়ার্ডের জন্য ওয়ার্ডভিত্তিক প্রস্তাবিত ভোটকেন্দ্রের নাম জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ৭ অনুসারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা কমিশনের নিকট প্রেরণ করবেন এবং উক্ত তালিকায় উল্লেখিত প্রত্যেকটি ভোটকেন্দ্রে যেসব এলাকার ভোটারগণ ভোট প্রদান করবেন সেসব এলাকার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন।

নির্বাচন কমিশন উপরিউক্ত তালিকা প্রয়োজনে সংশোধন বা পরিবর্তনক্রমে ভোটগ্রহণের তারিখের অন্যন ১৫ (পনের) দিন পূর্বে চূড়ান্ত করবে।

উপজেলা পরিষদ : উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১০ অনুসারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট প্রস্তাবিত ভোটকেন্দ্রসমূহের একটি তালিকা প্রেরণ করবেন এবং উক্ত তালিকায় প্রতিটি ভোটকেন্দ্রে যেসব এলাকার ভোটারগণ ভোট প্রদান করবেন সেসব এলাকার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। নির্বাচন কমিশন উপরিউক্ত তালিকা প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন সাপেক্ষে চূড়ান্ত করবে এবং ভোটগ্রহণের তারিখের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে উক্ত চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ করবে।

পৌরসভা: পৌরসভা নির্বাচনের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭ অনুসারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট প্রস্তাবিত ভোটকেন্দ্রসমূহের একটি তালিকা প্রেরণ করবেন এবং উক্ত তালিকায় প্রতিটি ভোটকেন্দ্রে যেসব এলাকার ভোটারগণ ভোট প্রদান করবেন সেসব এলাকার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। নির্বাচন কমিশন উপরিউক্ত তালিকা প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন সাপেক্ষে চূড়ান্ত করবে এবং ভোটগ্রহণের তারিখের অন্যূন ২৫ দিন পূর্বে উক্ত চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ করবে।

ইউনিয়ন পরিষদ: ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭ অনুসারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাবিত ভোটকেন্দ্রসমূহের একটি তালিকা প্রস্তুত করবেন এবং উক্ত তালিকায় উল্লিখিত প্রতিটি ভোটকেন্দ্রে যেসব এলাকার ভোটারগণ ভোট প্রদান করবেন সেসব এলাকার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তা উপরিউক্ত ভোটকেন্দ্রের তালিকা প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন সাপেক্ষে চূড়ান্ত করবেন এবং উক্ত চূড়ান্ত তালিকার কপি ভোটগ্রহণের তারিখের অন্যূন ২৫ দিন পূর্বে স্থানীয়ভাবে নিজ কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, রিটার্নিং অফিসারের কার্যালয়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ও প্রকাশ্য স্থানে টাঙ্গিয়ে প্রকাশ করবেন এবং একই সাথে চূড়ান্ত তালিকা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করবেন।

সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭, জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ৭, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১০, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ অনুসারে এবং এ নীতিমালার ৩ অনুচ্ছেদ অনুসরণ করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ভোটকেন্দ্রের তালিকা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাগণ সরেজমিনে গিয়ে প্রস্তুত করবেন। ভোটগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা প্রয়োজনীয় মনিটরিং করবেন এবং উক্ত কার্যাদি যথাযথভাবে সম্পাদন হয়েছে কি না, তা নিশ্চিত করবেন।

ভোটারের সংখ্যানুসারে ভোটকেন্দ্র ও কক্ষ স্থাপন: গড়ে ২,০০০ (দুই হাজার) ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র এবং সাধারণভাবে ৪০০ জন পুরুষ ভোটারের জন্য এবং ৩০০ হতে ৩৫০ জন মহিলা ভোটারের জন্য ১টি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। উপনির্বাচনে একটি পদে নির্বাচনের ক্ষেত্রে সাধারণভাবে ৫০০ জন পুরুষ ভোটারের জন্য এবং ৪০০ জন মহিলা ভোটারের জন্য ১টি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।

উল্লেখ্য প্রত্যেকটি সাধারণ ওয়ার্ডের জন্য ওয়ার্ডের সীমানার মধ্যে একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে বাস্তবতার নিরীখে প্রয়োজন অনুযায়ী একাধিক ভোটকেন্দ্র স্থাপন করা যাবে।
স্বদেশবিচিত্রা/এআর