শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মেকআপ না করলে বেশি খুশি হই : সাদিয়া আয়মান

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা আইন আদালত ডেস্ক : ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শক মহলে পরিচিত পান সাদিয়া আয়মান। এরপর থেকে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করছেন তিনি, যুক্ত আছেন বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান ঈদ শপিং নিয়ে তার ব্যস্ততার কথা জানান।

তিনি বলেন, ‘ঈদে শপিং করা হয়নি, কারণ খুব ব্যস্ত ছিলাম। উৎসবের প্রমোশন নিয়ে।’ মেকআপ প্রসঙ্গে নিজের অনীহার কথা স্পষ্ট করে তুলে ধরেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, ‘খুবই তাড়াতাড়ি মেকআপ করতে পারি, মেকআপ না করলে বেশি খুশি হই। মেকআপ করতে খুব একটা ভালো লাগে না। মেকআপের সবকিছুই দামি হয়, ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক। সবই মোটামুটি ব্যয়বহুল।’

বিদেশ থেকে শপিংয়ের বিষয়ে সাদিয়া জানান, ‘থাইল্যান্ডে অনেক কিছু পাওয়া যায়। দেশের বাইরে যেখানে যাই সেখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসি। গত ৬ থেকে ৭ মাসে শপিং করিনি শুধু ঈদ ছাড়া।’
স্বদেশবিচিত্রা/এআর