সোমবার, ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কেন্টাইল ব্যাংকের আলীপুর উপশাখা উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা অর্থনীতি ডেস্ক : জনসাধারণের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালী জেলায় মার্কেন্টাইল ব্যাংকের ‘আলীপুর উপশাখা’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে এ উপশাখা উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল। আলীপুর উপশাখায় বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিন মুসল্লি সুলতান ও সেলিম হাওলাদার।

আলীপুর উপশাখায় উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মানবসম্পদ বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. সালাউদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও খেপুপাড়া শাখার প্রধান মো. ফারুক শিকদার, আলীপুর উপশাখার ইনচার্জ মোহাম্মদ ইমাম হোসেনসহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহক।

মার্কেন্টাইল ব্যাংকের ৪৮তম আলীপুর উপশাখা খেপুপাড়া শাখার নিয়ন্ত্রণাধীন। উপশাখাটি পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আলীপুর বন্দর গ্রামের খান ভবনে অবস্থিত।
স্বদেশবিচিত্রা/এআর