শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের তফসিল ঘোষণা কখন, যা বললেন সিইসি

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : সরকারের সঙ্গে আলোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, ভোটের তারিখ নির্ধারণ হলে এর দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

রোববার (১৫ জুন) দুপুরে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, তফসিলের আগে ১৮ বছর যাদের হয়ে যাবে তাদের সবাই ভোট দিতে পারবে, এমন উদ্যোগ নেবে কমিশন।

এ ছাড়া ২০২৬ সালের ২ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটে অন্তর্ভুক্ত করতে হলে জানুয়ারির আগে তফসিল চায় না ইসি।

সিইসি বলেন, কখন ভোট হবে সেটা সরকারের বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো ক্লিয়ারেন্স পায়নি। তবে জাতীয় নির্বাচন যখনই হোক ইসি প্রস্তুত।

এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের তারিখ নির্ধারণ করা হবে। তবে কবে নাগাদ এই আলোচনা হবে, তা এখনো ঠিক করা হয়নি।

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কারো হুকুমে বা কারো নির্দেশনায় কাজ করবে না ইসি।
কোনো দলের পক্ষ হয়ে কাজ করা হবে না। ভোটের বাক্স লুট করে কেউ নিয়ে যাবে, এমন স্বপ্ন দিবাস্বপ্ন হবে। এটা এবার হতে দেবে না কমিশন। ভোটের বাক্স লুটের সুযোগ এবার কেউ পাবে না।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ। ভোট সন্ত্রাসী করলে কেউ ছাড় পাবে না। ভোট সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে।
স্বদেশবিচিত্রা/এআর